ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সাদ্ল্লুাপুর উপজেলার ধাপেরহাট হাসানের পাড়া সাবেক মেম্বার গাইবান্ধায় ডিবির জালে ধরা, আটকে গেলেন সাবেক মেম্বার আমিনুল ইসলাম ওরফে সিদ্ধি বাবা ৫০০ গ্রাম-গাঁজাসহ আটক। এলাকায় মিললো স্বস্তি। প্রতিনিয়তই চলছে অভিযান, গ্রেফতার হচ্ছে মাদক সেবীসহ ব্যবসায়ী।
আমিনুল ওরফে সিদ্ধিবাবা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। আশেপাশের পরিবার সাবেক ইউপি সদস্যের মাদক ব্যবসা ও তার বাড়িতে গাঁজা সেবনের আসর বসায় বিরক্ত ও ক্ষুব্ধ। এরপর ডিবি পুলিশের হানা সাবেক মেম্বার ওরফে সিদ্ধি-বাবার বাড়িতে, গাঁজাসেবী ও খদ্দরের আনাগোনা খাওয়ার আসর জমে দিনে – রাতে ধরা পড়ে ডিবি পুলিশের হাতে,
গত সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ রায়হান আলী নেতৃত্বে এসআই গফফার, এস আই নওশাদ আলি সঙ্গীয় ফোর্সসহ বিকাল আনুমানিক ৫ টার সময় মৃত আব্বাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৫২) কে হাতেনাতে
গাঁজাসহ নিজ বাড়ি থেকে সিদ্ধি খাওয়া অবস্থায় তাঁকে আটক করে।
তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা এর ৩৬(১) সারণির১৯(ক)/৪১ ধারার রাতেই সাদুল্যাপুর থানায় মামলা হয় মামলা নং ০৭ বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা শাখার কর্মকর্তা
Leave a Reply