সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে ১২থেকে ১৭ বছর বয়সের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরম্ভ হয়।
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন জানান, অদ্য ১৩৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে । ১২ হতে ১৭ বছরের সকল এসএসসি পরীক্ষার্থীদের, পর্যায়ক্রমে এই ভ্যাকসিন দেওয়া হবে বলেও তিনি জানান।
এই সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল আলমসহ আরো অনেকে।
Leave a Reply