সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহারে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের জলাশয়ে পোনা অবমুক্ত করণের মাধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রায় সাড়ে ৩ শ’ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply