কনক আচার্য ।- রংপুরের পীরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছবির সাথে ভারতের তারকা সানি লিয়নের ছবি যুক্তকরে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি পীরগঞ্জ শাখা বিক্ষোভ মিছিল করেছে।
এই অপকর্মটি করেছেন,পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক বিএনপি ও আঃলীগে যোগদানকারী নেতা মিজানুর রহমান শাহীন । মিজানুর রহমান শাহীন তার আইডি থেকে আপত্তি কর ওই পোস্ট দেয়ায় পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন । ২৮ শে অক্টোবর বুধবার সন্ধ্যার পর পীরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের ব্যানারে বিক্ষুব্ধরা একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজার মোড়ে প্রতিবাদ পথসভা করেন। পথসভায় জাতীয় পাটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা সাবেক সেনা প্রধান, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, উপজেলা ব্যবস্থার প্রবর্তক,৬৮ হাজার গ্রামবাংলার সাধারন মানুষের নেতা আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ সম্পর্কে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে যে অপরাধ করেছেন সে কারনে মিজানুর রহমান শাহীনকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।
অবশ্য মিজানুর রহমানের ইতিমধ্যে শাহীন ফেসবুক একাউন্ট থেকে বিতর্কিত পোস্টটি তুলে নিয়েছেন।
Leave a Reply