বজ্রকথা ডেক্স।- দেশে করেনাভাইরাসের টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। ২২ ফেব্রুয়ারী সারা দেশে ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন পুরুষ আর ৮৫ হাজার ৫০০ জন নারী টিকা গ্রহন করেছেন।স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ পর্যন্ত মোট টিকা গ্রহীতার সংখ্যা ২৩ লাখ ৮১ হাজার ৫৭০ জন। এর মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ ও ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন নারী। ২২ ফেব্রুয়ারী পর্যন্ত ঢাকা বিভাগে ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন, সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন। রাজধানীতে টিকা নিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন ১ হাজার ৩১৬ জন, সরকারি কর্মচারী হাসপাতালে ১ হাজার ১৬৪ জন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১ হাজার ৯৫০ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪৯০ জন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৬৬৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ হাজার ২৪০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৭৮ জন। টিকা গ্রহন করেছেন। এদিন পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৯০৮ জন।
Leave a Reply