উত্তম সরকার- বগুড়া থেকে।- বগুড়ায় সরকারি বাফার গুদামের ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে সাড়ে ৩৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই কর্মকর্তা বগুড়া বাফার গুদাম ইনচার্জ আনোয়ার হোসেন এবং টেকনিকেল কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার মামলাটি আদালতে দাখিল করা হয়।
মামলার আসামিরা হলেন, শহরের পুরান বগুড়া বাফার গুদাম ইনচার্জ আনোয়ার হোসেন এবং টেকনিক্যাল কর্মকর্তা নাজমুল ইসলাম।
দুদক বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশন ঢাকা অফিস থেকে বিসিআইসির বাফার গুদামের সার কালোবাজারে বিক্রি এবং টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে তিন জনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তকালে ওই দুই কর্মকর্তাকে যমুনা সার কারখানায় বদলি করা হয়। গত ডিসেম্বর থেকে তদন্ত শুরু করা তথ্য উপাত্তে দেখা যায়, জুন ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত আনোয়ার হোসেন এবং নাজমুল ইসলামের যোগসাজশে ৩৩ লক্ষ ৪৬ হাজার টাকার ২৩৯ মেট্রিক টন ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে হাতিয়ে করেছেন।
এ ঘটনায় দুদক বগুড়ার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি আদালতে দাখিল করেছেন।
Leave a Reply