ছাদেকুল ইসলাম রুবেল|-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জেসমিন বেগম শাপলা (৩৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের তার স্বামীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। শাপলা বেগম ওই গ্রামের তুহিনের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালের দিকে জেসমিন বেগম শাপলা হঠাৎ করে অসুস্থ হয় পড়েন। তখন তার স্বামী তৌহিদুল ইসলাম একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দেন। এতে ওই গৃহবধূ গুরুতর অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসকে খবর দেন। চিকিৎসক এসে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বিষয়টি সন্দেহজনক হওয়ায় শাপলার উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
Leave a Reply