শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫১৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ।- গাইবান্ধার সুন্দরগঞ্জে ববিতা রাণী সূর্য্য (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ববিতা রাণী ওই গ্রামের অজিৎ চন্দ্র বর্মণের স্ত্রী। তার বাড়ি একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জুমদীয়া ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, দাম্পত্য কলোহের জের ধরে শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় স্বামীসহ পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com