ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার আসন্ন সাধারণ নির্বাচনে মেয়র পদে দাখিলকৃত ৮ জনের মধ্যে জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) মাজেদা বেগমের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
মঙ্গলবার প্রার্থীতা যাচাই অন্তে বাতিল বলে গণ্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কাজী লুতফুল হাসান। এছাড়া, মেয়র পদে অপর ৭ প্রার্থী হলেন— বর্তমান মেয়র আব্দুল্লাহ্ আল মামুন (আওয়ামীলীগ), আব্দুর রশিদ রেজা সরকার (জাপা), আবু খায়ের মশিউর রহমান (বিএনপি), গোলাম আহসাব হাবীব মাসুদ (এনবিএম), খয়বর হোসেন সরকার (স্বতন্ত্র), আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), দেবাশীষ কুমার সাহা (স্বতন্ত্র)।এনিয়ে উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী জানান, স্থানীয় সরকার বিধিমালা (পৌর নির্বাচন) অনুযায়ী মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারীগণের মধ্যে মাজেদা বেগম’র মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য হয়েছে। এনিয়ে মাজেদা বেগম’র সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে উচ্চ পর্যায়ে আপিল করবেন।
উল্লেখ্য, আসন্ন এ নির্বাচনে মেয়র পদে ৭ জন ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৩ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১ জনের দাখিলকৃত মনোনয়ন পত্র বজায় রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply