বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন

সুফিবাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৮৬ বার পঠিত

মাওঃ রুহুল আমিন

(পূর্ব প্রকাশের পর)

সুফিবাদ, পর্ব ২, ,,মুরাক্কাবাহ مراقبه,,কি ? উত্তরঃ-এই মাকামে সাধক প্রবৃত্তির ভাবগতিক সমন্ধে অভিহিত হইয়া উহার গতিবিধি ও আচরণের প্রতি কড়া পাহারায় নিযুক্ত হয়। ১মুহাসাবা,محاسبه,প্রবৃত্তি হইতে কার্যের হিসাব গ্রহন। ২,মুআকাবাহ,معاقبه، প্রবৃত্তি কে শাস্তি দেওয়া। ৩,মুজাহাদাহ,مجاهده،প্রবৃত্তির সাথে যুদ্ধ করা। ৪,মুআাতাবাহ,معاتبه،প্রবৃত্তিকে তিরস্কার করা। ৫,মুশারাতাহ,مشارطه،প্রবৃত্তিরসহিত চুক্তি ও নিয়মাবলি স্হিরকরা। সাধক সব সময় উপরোক্ত বিষয়ে নিবিষ্ট মনে সতর্কতার সাথে চলা প্রকৃত মুরাক্কাবাহ।তবে নির্জনতায় চিন্তাভাবনা ওআল্লাহতে মগ্ন হওয়াও মুরাক্কাবাহ।

সুফিবাদ পর্ব ৩,মুরাক্কাবাহ,,, আল্লাহ তায়ালা আমার যাবতীয় কার্যকলাপ দেখিতেছন এবং তিনি আমার অন্তরের সর্ববিধ চিন্তা ও কল্পনা সমন্ধে সুস্পষ্ট অবগত আছেন,প্রকাশ্য ও অপ্রকাশ্য ভিতর ও বাহিরের সর্ববিধ অবস্থা দেখিতে পান,এই বিশ্বাস যাহার হৃদয়ে স্হান পায় না-ই সে ব্যাক্তি,’কাফের;। আবার উক্ত কথার প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও যে ব্যাক্তি ধর্মে কর্মে শিথিল বা অ বিনীত হয়ে কিংবা পাপাচারণ করে তবে তাহা বড়ই দুঃসাহসিকতা ও হঠকারিতা বুঝিতে হইবে। الم يعلم بان الله يرىআল্লাহ তায়ালা বলেন,সে কি জানে না যে,আল্লাহ তায়ালা দেখিতেছেন। রাসুলুল্লাহ সঃ বলিয়াছেন, তুমি যেন আল্লাহ তায়ালা কে(সম্মুখে উপস্থিত) দেখিতে পাইতেছ এরুপ(ভীত সন্ত্রস্ত)মনোভাব লইয়া তাহার এবাদত কর,।আর যদি তদ্রূপ অবস্থা হৃদয়ে উৎপন্ন করিতে না পার তবে অন্তত মনে এত টুকু ভয় রাখিয়া এবাদত করিবে যে,তিনি তোমাকে (এবংতোমার কার্যকলাপ ও মনোভাব) দেখিতে পাইতেছন। ان تعبد الله كانك تراه،وان لم ترى فانك يرى যতক্ষন পযন্ত তোমার হৃদয়ে এই দৃঢ বিশ্বাস না জন্মিবে যে আল্লাহতায়ালা সদাসর্বদা তোমার তোমার সংগে রহিয়াছেন এবং সর্ব প্রকারের অবস্থা ও কার্যকলাপ জানিতে ও দেখিতে পাইতেছন ততক্ষণ পযন্ত কোন কার্য ই সরল ও সঠিক হবে না। ان الله كان عليكم رقيبا ،আল্লাহ তায়ালা তোমাদের উপর ( কার্যকলাপ)পরিদর্শন কারী।

সুফিবাদ,পর্ব ৪,মুরাক্কাবাহ : আমরা আগে বলিয়াছি,সাধক নিজ প্রবৃত্তির গতি বিধি আচরণের প্রতি কড়া নজরদারি রাখিবে, যাহাতে প্রবৃত্তি এমন কোন কাজ না করে যাহাতে পারলৌকিক বাণিজ্যে চিরস্হায়ী সৌভাাগ্যে লোকসান হইল,যাহা অনন্ত দুর্ভাগ্য। জীবনে প্রতিটি শ্বাস প্রশ্বাস মহা মুল্যবান রত্ন, যাহা বাহির হইয়া যাইতেছে আর ফিরিয়া আসিবেনা।বুদ্ধিমান সেই, যে একটি নিশ্বাসকেও বৃথা নষ্ট হইতে দেয় না। ১নং,মুহাসাবাহ,প্রতি দিন প্রবৃত্তির নিকট হইতে কৃত কর্মের হিসাব লওয়া,২৪ ঘন্টায় ১,এবাদত কার্য,২,আল্লাহর নাফরমানী মুলক পাপকার্য ৩,পাপ -পুণ্য বিহীন নির্দোষ কার্য কতগুলো হইলো,তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করিয়া দেখা আবশ্যক। রাত্রিতে ঘুমানোর পুর্বেই এরুপ মুহাসাবাহ করে তাওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতে হইবে। ولتنظر نفسما قدمت لغد ،প্রত্যেক মানুষ পৃথীবিতে পুঙ্খানুপুঙ্খানুরুপে হিসাব করিয়া দেখুক,আগামী কাল্যের (কিয়ামতের মহা বিচার দিবসের জন্য) সে কি প্রেরণ করিয়াছে,সুরা হাশর, ,،،،،حاسبوا قبل ان تحاسبوا ،،তোমাদের হিসাব নেয়ার পুর্বে তোমরা নিজের হিসাব নিজেই খতাইয়া দেখ। ،، ونضع الموازين القسط ليوم القيمة، কিয়ামতের দিন আমি ন্যায়মত (আমল)ওযন করি বার পাল্লা স্হাপন করিব। ফলে জার্রাহ (অতি সুক্ষ্ম))পরিমান কৃতকর্ম বাদ পরিবেনা। وبدالهم من الله ما لم يكونوا يحتسبون আর তাদের জন্য আল্লাহর তরফ হইতে (কৃতকর্ম)প্রকাশিত হইয়া পড়িবে যাহা কোন দিন তাহারা কল্পনাও করিত না,। সুরা যুমার,

চলবে……

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com