নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর জেলার ধান চালের শষ্য ভান্ডারখ্যাত বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ২০২০/২০২১ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩৯ লক্ষ ৪২ হাজার ৭ শত ৬৬ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে শারিরিক দুরত্ব বজায় রেখে ২৯ জুলাই বুধবার বেলা ২টায় সেতাবগঞ্জ পৌর ভবনের মিলানয়তনে স্থানীয় সাংবাদিকদের সামনে কোন রকম নতুন কর ছাড়াই ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩৯ লক্ষ ৪২ হাজার ৭শত ৬৬ টাকা বাজেট ঘোষনা করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর।
এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, পৌর সচিব হরিপদ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী রায়সহ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।উক্ত বাজেট সভায় উপস্থিত সাংবাদিকদের উন্মুক্ত আলোচনায় পৌরসভার উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply