রংপুর প্রতিবেদক।- রংপুর সিটি করপোরেশনের মেয়র, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা দুইজনই বর্তমানে নগরীর লালবাগ খামারমোড়স্থ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান, গত শনিবার নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওই দিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রমেকের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply