শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

স্বরূপতত্ত্ব : পর্ব -১

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৭৬ বার পঠিত

– কামরুজ্জামান শিমুল

একদা স্বরূপের সাথে আলাপ কালে ওর দুঃখের রূঢ় কিছু রূপ শোনাচ্ছিল আমায়। আলোচনায় সে পরিবারের ঘোর বিরোধী ছিল। আমি প্রশ্ন করেছিলাম যে,তোমার উৎপত্তি যখন পরিবার থেকে তো সেটা অস্বীকার কর কি ভাবে? স্বরূপ আমায় বলেছিল সেদিন, প্রকৃতি সকল সৃজনের কারিগর। আনন্দ অবগাহন এবং অবচেতন মনের চাহিদার ফলাফল জন্ম। পশুদের ক্ষেত্রে উষ্ণতা তথা শরীরভিত্তিক প্রণোদনা। সকল জীবমাত্রই প্রণোদনার ফলাফল। এখানে অতি আবেগী হওয়ার অবকাশ নেই। তাই পরিবার না থাকলেও প্রকৃতি ইচ্ছা মতে আমাদের জন্ম হতোই। সুতরাং পরিবার কে খুব বেশি গুরুত্ব দিয়ে স্বার্থপরতা আর লোভকে আমরা আঁকড়ে আছি। কেউ বোঝে, কেউ না বোঝার ভান করে আর কেউ এসব বলে কোনো আলোচনা তত্ত্ব থাকতে পারে সেটাই জানেনা। আমি চমৎকৃত হলাম এবং তাকে ধন্যবাদ দিয়ে প্রস্থান করলাম। (চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com