কনক আচার্য।- ঈদুল আযহাকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়ায় জমজমাট গরু – ছাগলের হাট বসেছিল ২৯ জুলাই ২০২০ বুধবার। এদিন পীরগঞ্জ উপজেলা ছাড়াও পাশ্ববর্তি উপজেলা নবাবগঞ্জ, দাউদপুর এলাকার গরুও উঠেছিল এই হাটে। হাটে গরু- ছাগলের ব্যাপক আমদানী লক্ষ্য করা গেছে। কিন্তু স্বাস্থ্য বিধি মানা হয়নি। স্থানীয় আওয়ামীলীগ নেতাদের তত্ত্বাবধানে পরিচালিত গরু-ছাগলের হাটে ক্রেতা-বিক্রেতা কারুর মুখে মাস্ক দেখা যায়নি। শুধু তাই নয় হাটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিকট থেকেই অতিরিক্ত হাসিল কাটা হয়েছে। এ সব অনিয়ম ঠোকাতে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের কোন ভুমিকা লক্ষ্য করা যায়নি। জানা গেছে এই হাটে ক্রেতার নিকট থেকে ৫০০ এবং বিক্রেতার নিকট থেকে ৩০০ টাকা গরুপ্রতি আদায় করা হয়েছে।
Leave a Reply