এল এইচ আকাশ।- দিনাজপুর পৌরসভার উপশহরস্থ “হলি চাইল্ড কেয়ার এন্ড প্রি-ক্যাডেট স্কুল” প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষা-২০২১ ইং এর ফলাফল প্রকাশ ও ২০১৯ ইং সালের নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কর্র্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র বিতরন উপলক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর শনিবার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপশহর টক্সেটাইল ইঞ্জনিয়িারংি ইন্সটটিউিটএর প্রতিষ্ঠাতা পরিচালক আবু তৈয়ব আলী দুলাল বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকের ভুমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার প্রতি শিক্ষককে যত্নশীল হতে হবে। এই প্রতিষ্ঠানের সুনাম মানে শিক্ষকদের সুনাম। নিজের মনে করে দায়িত্বের প্রতি যত্নশীল হয়ে শিক্ষার্থীদের পাঠদানে সহযোগীতা করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ‘নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ’ ডা: মো: মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়াহিদ, সমাজ সেবক কর্মী মোঃ আহসানুজ্জামান চঞ্চল। অনুষ্ঠানের শুরুতে অভিভাবকের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন “ আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে। আপনাদের সন্তান কাদের সঙ্গে মেলামেশা করছে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রযুক্তির এই সময়ে স্মার্ট ফোনের সঠিক ব্যবহার করতে হবে। আপনাদের সন্তানদের হাতে স্মার্ট ফোন দেখলে ফোনের অপব্যবহার না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।
Leave a Reply