রংপুর থেকে প্রতিনিধি।- রংপুর র্যাবের অভিযানে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতিবান্দার দিঘীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩।
গ্রেফতারকৃত তিনজন হলেন, মো. আব্বাস আলীর পূত্র খলিলুর রহমান (৪৬), মৃত আফছার উদ্দিনের পূত্র মো. নজরুল ইসলাম (৪৫) এবং মৃত জেহের উদ্দিনের পূত্র মো. হাবিবুর রহমান। তারা সকলেই হাতিবান্দা উপজেলার শিংগীমারী গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ এর সহকারী কমিশনার মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
Leave a Reply