গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি।- জেলার পলাশবাড়ী হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষায় জিপি ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে সোমবার দিনব্যাপী হোপ ইন্টার ন্যাশনাল স্কুল এর আয়োজনে বিদ্যালয় চত্বরে সাবেক অধ্যক্ষ নাজনীন বেগম এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
হোপ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এইচ এম নকিবুল হাসানসহ অন্যান্যরা। সমাবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানোনা ক্রেষ্ট তুলে দেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব সহ অন্যান্য অতিথিগণ। শেষে অতিথি শিল্পী জেরিন ও হ্যাপীসহ স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply