বজ্রকথা প্রতিনিধি।- দক্ষিন এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন “এফসাকল” ও বজ্রকথা সংবাদপত্রের উদ্যোগে ২৪২৪ সালের কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আগামী ০৫ ফেব্রুয়ারী সোমবার পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেতনারপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রংপুর -২৪,পীরগঞ্জ -৬।
অনুষ্ঠানের উদ্বোধক রংপুর থেকে প্রকাশিত অঞ্জলিকা সাহিত্যপত্রের পৃষ্টপোষক বিশিষ্ঠ সমাজ সেবক ভিআইপি শাহাদৎ হোসেন। সম্মেলনে প্রধান আলোকচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. স্ট্রিমলেট ডাকার মেঘালয় -ভারত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব টিএমএ মমিন, এফসাকল এর প্রধান উপদেষ্টো কবি দিলরুবা শাহাদৎ রংপুর, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার(ভুমি) তকী ফয়সাল তালুকদার, মেয়র এ এসএম তাজিমুল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম,নেপালের বিশিষ্ঠ লেখক তারা বাহাদুর বুরাথোকী, ভুটানের বিশিষ্ঠ লেখক মিঃ ছত্রপতি ফুয়েল, বজ্রকথার উপদেষ্টা ডাঃ মাছুদার রহমান সরকার।
এবারের অনুষ্ঠানে বাংলাদেশ ,ভারত, নেপাল ও ভুটানের প্রায় ৪০জন কবি সাহিত্যিক শিক্ষক, সমাজ সেবক উপস্থিত থাকবেন। এবছর ৮৫জন গুণী মানুষকে আনুষ্ঠানিক ভাবে ৪ মঞ্চে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। এবছর যারা এফসাকল সম্মাননা স্মারক পাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ, বিশিষ্ঠ সাংবাদিক মাহবুবুল ইসলাম রংপুর, সফল জনপ্রতিনিধি কুমেদপুর ইউনিয়নরে চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক সাবেক চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন মন্ডল, বিশিষ্ঠি ব্যবসায়ী ও সমাজ সেবক সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি, সেরা সংগঠক মোঃ মেহেদী হাসান সাগর। (চলবে)
Leave a Reply