বজ্রকথা প্রতিনিধি।– প্রতি বছরের ন্যায় এবারো, রংপুরের পীরগঞ্জে দক্ষিণ এশিয়ার সাহিত্য- সংষ্কৃতি বিষয়ক সন্মেলনের আয়োজন করেছে, সাপ্তাহিক বজ্রকথা ও এফসাকল।এই সম্মেললে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের প্রায় ৪০জন লেখক, কবি সাহিত্যিক অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রংপুর ২৪,পীরগঞ্জ-৬
সম্মেলনের উদ্বোধন করবেন, রংপুর থেকে প্রকাশিত অঞ্জলিকা সাহিত্যপত্রের পৃষ্টপোষক, বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজ সেবক ভিআইপি শাহাদৎ হোসেন, প্রধানবক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ঠ সাহিত্যিক প্রফেসর ড. স্ট্রিমলেট ডাকহার মেঘালয়-ভারত।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আসন অলংকৃত করবেন, জনাব, টি এম এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লালমনিরহাট জেলা, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব ইকবাল হাসান পীরগঞ্জ-রংপুর , সহকারী কমিশিনার ভুমি তকী ফয়সাল তালুকদারপীরগঞ্জ-রংপুর ,পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম, অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা, জনাব,আনোয়ারুল ইসলাম, এফসাকল এর প্রধান উপদেস্টা কবি দিলরুবা শাহাদৎ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (অবঃ) ডাঃ মাছুদার রহমান সরকার গাইবান্ধা, বিশিষ্ঠ লেখক মিঃ তারা বাহাদুর বুধাথোকী , নেপাল।বিশিষ্ঠ লেখক মিঃ ছত্রপতি ফুয়েল, ভুটান, কানাডা প্রবাসী কবি এম এ করিম।
কর্মসূচীতে রয়েছে, কবি সমাবেশ, গুণীজন সম্মাননা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৪ফেব্রুয়ারী/২৪খ্রি রবিবার, ৫ফেব্রুয়ারী/২৪খ্রি সোমবার, ৬ ফেব্রুয়ারী/২৪খ্রি: মঙ্গলবার ও ৭ফেব্রুয়ারী/২৪খ্রি: বুধবার উপজেলার পৃথক পৃথক চারটি মঞ্চে ৮৫জন গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় ও ভারত, নেপাল, ভুটানের শিল্পী সাহিতিকগণ কবিতা,গান নৃত্য পরিবেশন করবেন। আয়োজক কমিটি অনুষ্ঠানে সকলের উপস্থিতি অংশগ্রহন কামনা করেছেন।
Leave a Reply