বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

৪ রোভারের পায়ে হেঁটে ১৫০ কিমি পরিভ্রমণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সেবা ও প্রশিক্ষণ স্তরের ৪জন রোভার স্কাউট গত ২২-২৬ জানুয়ারি ২০২৫ তারিখে কক্সবাজার এয়ার বেইজ থেকে চট্রগ্রাম সদর পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করেছে । এরা হলেন রোভার মোঃ ইয়াসিন রহমান, রোভার খন্দকার জানেমুল হক, রোভার সাব্বির আহম্মেদ ও রোভার মোঃ কাওসার অহিদ বিপ্লব । তারা রোভার স্কাউটদের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের লক্ষ্যে এই পরিভ্রমণ সম্পন্ন করেছে। পরিভ্রমণের সময় তারা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সম্বলিত সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান- ১/ সমুদ্র রক্ষা, নীল অর্থনীতি, টেকসই উন্নয়নে আনবে গতি; ২/ চাদাবাজি সন্ত্রাস, করে দেশের সর্বনাশ; ৩/ সবার জন্য অধিকার, শিক্ষা-স্বাস্থ্য-সুবিচার; ৪/ দূষণ মুক্ত পরিবেশ, সুস্থ মানুষ সবুজ দেশ – বহন ও প্রচার করে। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অফিস পরিদর্শন করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এর আগে গত ২১ জানুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান এই পরিভ্রমণ শুভ উদ্বোধন করেন। পরিভ্রমণ দল পরিভ্রমণ শুরুর উদ্দেশে গত ২১ জানুয়ারি কক্সবাজার গমন করে এবং ২২ জানুয়ারি সকাল ৮টায় কক্সবাজার এয়ার বেইজ থেকে ৫ দিনব্যাপি এই পরিভ্রমণ শুরু করে। পরিভ্রমণ দল ঈদগাঁও, চকোরিয়া, লোহাগাড়া ও গাছবাড়িয়া হয়ে গত ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় চট্রগ্রাম শহিদ মিনার হয়ে জিরো পয়েন্টে জেলা প্রশাসকের কার্যালয় -এ ৫ দিনব্যাপি এই পরিভ্রমণ সমাপ্ত করে এবং ২৭ জানুয়ারি ঢাকায় ফিরে আসে।
 উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন অবধি গ্রুপটির ২ জন কৃতি রোভার স্কাউট “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস) অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এই বছর গ্রুপটির প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।খবর বিজ্ঞপ্তি র

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com