এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- পার্বতীপুর উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টির তফসীল ঘোষনা করা হয়েছে। এ ঘোষনার পরপরই ঐ সব ইউনিয়নের প্রার্থীরা বিরামহীন পথচলায় মেতে উঠেছেন। অহর্নিশ চলছে উঠান বৈঠক। শনিবার নির্বাচন কমিশন ৫ম ধাপ ইউপি নির্বাচনের তফসীল ঘোষনা করেছেন। এতে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়-ঝাপ।নৌকা প্রতিক পাওয়া প্রার্থীরা জয়লাভ করার আশায় ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং দোয়া-আশীর্বাদ চাইছেন। পার্বতীপুর উপজেলায় ১০টি ইউনিয়ন হলো বেলাইচন্ডি, মন্মথপুর, রামপুর, পলাশবাড়ী, চন্ডিপুর, মোমিনপুর, মোস্তফাপুর, হাবড়া, হামিদপুর ও হরিরামপুর। এর মধ্যে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের তফসীল ঘোষনা করা হয়নি সীমানা নির্ধারনের জটিলতা থাকায়।
পার্বতীপুর পৌরসভা সংলগ্ন রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের যেকোন সময়ে নতুন তফসীলে নির্বাচন নেয়া হতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগ ৮টি ইউনিয়নে নৌকার প্রার্থী ঠিক করে রেখেছে। তাদের মধ্যে বেলাইচন্ডি ইউনিয়নে কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা, মন্মথপুর ইউনিয়নের ওয়াদুদ আলী শাহ্্, মোমিনপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক, মোস্তফাপুর ইউনিয়নের ভবতোষ রায় নিখিল, হাবড়া ইউনিয়নের প্রভাষক আনিসুর রহমান আনিস, হামিদপুরের রেজওয়ানুল হক ও হরিরামপুরের মোজাহিদুল ইসলাম সোহাগ। প্রতিটি ইউনিয়নে অসংখ্য স্বন্তন্ত্র প্রার্থী রয়েছে। পার্বতীপুর উপজেলায় আগামী ৫ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Leave a Reply