জেলা প্রতিনিধি।-“আগামীর বদরগঞ্জ নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রংপুরের বদরগঞ্জে।
রোববার ৫ অক্টোবর/খ্রি: সন্ধ্যায় জিতেন্দ্রনাথ দত্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক আল ইমরান সুজান। তিনি রংপুর -২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক।
আলোচনা সভায় বদরগঞ্জের সামাজিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন, মাদকমুক্ত সমাজ সহ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ করণীয় বিষয়ে মুক্ত আলোচনা হয়। এ সময় স্থানীয় তরুণ-যুবকরা নিজেদের মতামত প্রকাশ করেন এবং বদরগঞ্জকে একটি আধুনিক ও সম্ভাবনাময় এলাকায় পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনায় বক্তারা বলেন, বদরগঞ্জ একটি সমৃদ্ধ সম্ভাবনাময় উপজেলা। তবে পরিকল্পিত উদ্যোগ এবং সঠিক নেতৃত্ব ছাড়া এ উপজেলার উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনের রাজনীতি ও সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আয়োজক আল ইমরান সুজান বলেন, “বদরগঞ্জকে আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই। আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানমুখী বদরগঞ্জ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজকের এই আলোচনা সভা সেই পথচলার একটি প্রাথমিক ধাপ।”
সভায় বদরগঞ্জ পৌরসভার ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের আলোচনা সভা বদরগঞ্জের তরুণ সমাজকে সামাজিক ও রাজনৈতিকভাবে আরও সচেতন করে তুলবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।
এসময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বাবু, সদস্য শাহাজাহান, আহসান হাবীব সোহেল, বেলাল হোসেন, বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শ্রী বাপ্পি সরকার, স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাওলানা সাঈদী হোসেন, নুরাইন ইউসুফ, সবুজ আহমেদ, মুকিদ হোসেন, রানা আহমেদ বক্তব্য রাখেন।
Leave a Reply