শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

আজ বীরমুক্তিযোদ্ধা ও লালিয়া টেইলার্স এর সত্ত্বাধিকারী মকবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৯৭ বার পঠিত

আজ বীরমুক্তিযোদ্ধা ও লালিয়া টেইলার্স এর সত্ত্বাধিকারী মকবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী ১২ই মে ২০২১ বুধবার। ১৯৭১ সালের ২৩ মার্চ রংপুরে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা প্রস্তুতকারক বীরমুক্তিযোদ্ধা মরহুম মকবুল হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে আজ মরহুমের নিউ শালবনের বাসায় বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের ২৩ মার্চ দুপুরে তৎকালীন রংপুর প্রেসক্লাব থেকে সাংবাদিক আব্দুল মজিদ, নওয়াজেশ হোসেন খোকা এবং মোজাম্মেল হক লালিয়া টেইলার্সে গিয়ে মকবুল হোসেনের কাছে একটি একটি ডিজাইন দিয়ে পতাকা তৈরি করিয়ে নেন। ৩ ঘন্টায় তিনি পতাকাটি তৈরি করে ওই তিন সাংবাদিকসহ প্রেসক্লাবের ছাদে গিয়ে পতাকাটি উত্তোলন করেন। কিন্তু তার জীবদ্দশায় তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান নি। সকল কাগজপত্র আপিলে আটকে আছে। তার মৃত্যুর পরেও তিন বছরেও সে বিষয়ে কোন সমাধান হয় নি। তার পরিবারের লোকজন তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার জন্য জোড় দাবি জানিয়েছেন সরকারের কাছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com