ঘোাড়াঘাট (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী।- দিনাজপুরের ঘোড়াঘাটে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অপসারণের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিক্রেতাদের কাছ থেকে বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান। উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপন,উৎপাদন ও বিক্রি আইনত দন্ডীয় অপরাধ। যদি কেউ আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ সময় গাছ বিক্রেতাদের সতর্ক করে দিযয়ে বলেন, পরবর্তীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ বিক্রয় করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply