রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ আরও দানা বাঁধছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবীতে চলমান বিক্ষোভ আরও দানা বাঁধছে।

সেখানে গণগ্রেফতার ও বলপ্রয়োগের পরও এ বিক্ষোভ দমনে ব্যর্থ  হচ্ছে পুলিশ বরং যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে  যুক্তরাজ্য,কানাডা, মিসর, ফ্রান্স, ইতালি ও  অস্ট্রেলিয়া। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছেন।

এছাড়া তাঁবু গেড়ে আন্দোলন শুরু হয়েছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে। দেশটির মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করছেন।

এদিকে মিসরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। একইভাবে ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সারবোন ও ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির স্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com