রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

একদিনে মিয়ানমারে গুলিতে মৃত্যু ৫০ জনের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩০৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- মিয়ানমারের রাজপথে জনতার আন্দোলন বেগবান হচ্ছে। মিয়ানমারের রাজপথে সেনা সরকারের পতন এবং সু চিসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন চলছে । অপর দিকে বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। গত রবিবার সব চেয়ে খারাপ দিনে গেছে মিয়ানমারে । এদিনে সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভ শুরুর পর গত রবিবার গণতন্ত্রকামীদের ওপর সবচেয়ে বেশি চড়াও হয় পুলিশ ও সেনা সদস্যরা। এতে প্রাণ যায় প্রায় ৫০ বিক্ষোভকারীর। সবচেয়ে বেশি প্রাণহানি হয় দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে। এর আগে এক দিনে সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এদিকে আধিপত্যের বিস্তার বাড়াতে আরো কয়েকটি জেলায় সোমবার সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। এদিন বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১১ জন মারা গেছে। আন্দোলন দমাতে গুলি ছুড়তেও পিছপা হচ্ছে না সেনা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তিকে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি (রবিবার) এক দিনে ১৮ জনের মৃত্যু হয়। তখন পর্যন্ত সেটিই ছিল এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সামবারেও মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি শহরে যথারীতি গুলি চালিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাইংইয়ান শহরে তিন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। অংলান শহরে মারা গেছে দুজন। আরেক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে মান্দালয় শহরে। সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com