অটোপাশের পাল্লায়
আজহারুল ইসলাম আল আজাদ
আবেদ সুরেন সচিন আলফ্রেড
শিক্ষা সবার অধিকার,
তাই বলে কী চলবে নকল?
মেধা হারবে বারংবার।
অটোপাশের পাল্লায় পড়ে,
নেতার হচ্ছে ছড়াছড়ি,
কেহ এখন রাষ্ট্র চালায়
কেহ দিচ্ছে গলায় দড়ি।
সবাই দেশ প্রেমিক নেতা
এত দেশপ্রেম ছিল কৈ?
কিশোর, যুবা, বয়োঃবৃদ্ধ
সবার মুখে ফুটে খৈ।
লেখা পড়া গোল্লায় যাচ্ছে,
সবকিছুতে হই হই রই রই
মোবাইলে এখন সবকিছু হয়,
পড়ায় লাগে না বোর্ড বই।
হাতের মুটোয় প্রেম রাজ্য
প্রেম হয় কানে কানে,
পড়াশোনা বাদ দিয়ে তাই
অনেকেই ছুটে প্রেমের টানে।
কল কারখানা বন্ধ হচ্ছে,
দিনে দিনে বাড়ছে বেকার,
সব ভেদাভেদ ভুলে এখন
ঐক্যমতের খুবই দরকার।
Leave a Reply