সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

কবিতা-অনুরাগের পরশে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত
অনুরাগের পরশে
আব্দুর রশীদ 
তোমার কথা,
শব্দ নয় — যেন আগুনের কাঁটা,
বুকে বিঁধে রক্ত ছড়িয়ে যায় প্রতিবার।
তবু, আমি সেই কাঁটাগুলোকে
ফুল ভেবে রাখি মনের জানালায়।
তোমার আঘাতে,
আমি ভেঙে পড়ি না !
বরং প্রতিদিন নিজেই তুলে ফেলি
হৃদয়ের কাঁটা ।
আমি শিখেছি,
মানুষ হওয়া মানে শুধু দেহ নয়,
বরং করুণার রোদের নিচে দাঁড়িয়ে
ভালোবাসা বুনে যাওয়া প্রতিদিন।
ঘৃণার এই পৃথিবীতে
আমি রেখে যেতে চাই
না-বলা অনুরাগ,
যার পরশে গলে যাবে সব বিদ্বেষ।
আমি চাই, মুক্ত মনে,
আমার প্রতিটি নিশ্বাস ছুঁয়ে যাক
পৃথিবীর অনু-পরমাণু,
যেন মাটির গন্ধেও জেগে ওঠে
অনুরাগের আলো ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com