ইলিশ ও পাঙ্গাস বিতর্ক
বাদল রায় স্বাধীন
জাতীয় মাছ ইলিশ নয়, পাঙ্গাসের চায় খেতাব,
সাধারণের সাধ মিটাতে, পাঙ্গাস সঠিক জবাব।
ইলিশ এখন রাজকীয়, অভিজাতের ভোজ,
মধ্যবিত্তের টেবিলে তাই, স্বপ্ন হয় রোজ।
জাতীয় মাছ ইলিশ নয়,পাঙ্গাসে চায় আসন,
সাধারণের ভাতের থালায়, পাঙ্গাসে দেয় ভাষন।
ইলিশ এখন মন্ত্রী-এমপি, বড়লোকের হাত,
মধ্যবিত্তের বাজারে, ইলিশ মানেই মাত।
জাটকার মধ্যবিত্তে, হালকা পেলেও টাচ
সাধারনে কিনতে হয়, পুকুরের পাঙ্গাস মাছ।
এক ইলিশের দামে চলে, গরীবের সংসার,
দশ দিনের ঘাম-ঝরালে,ইলিশ উপহার।
একটা ইলিশ কিনতে গেলে, ঘাম ঝরে টন,
চাল-ডাল লবণ কিনতে,ঋনের আবেদন।
গরীবের চামড়া ঝলসে ওঠে, বিলাসবহুল মাছে,
সাধারণের পাতের বুকে,পুকুরের পাঙ্গাস নাচে।
ফার্মের মুরগি পাশে বসে, দেয় সস্তার হাসি,
ছাগলের পরিবর্তে ব্রয়লার এখন,জনগণের খাসি।
ফার্মের মুরগি পাশে থাকে, পাঙ্গাস তার সাথী,
অতিরিক্ত ডিম ভাজায় ভরে,জনমানুষের পাতি।
ইলিশ এখন আভিজাত্য, বিলাসিতার নাম,
একটা ইলিশ গরীবের, দশ দিনের ঘাম।
দশদিনের ঘামে যদি,একটা ইলিশ জুটে
চাল তেল লবন মরিচ, আনতে হবে লুটে।
ইলিশ এখন রাষ্ট্রীয় উপহার,পুলিশ পাহারায় যায়,
গরীব দেখে শুধু ছবি, স্বপ্নে গিলে খায়।
তাই বলি বদলাও খেতাব,দাও ন্যায্য অধিকার,
জাতীয় মাছ হোক পাঙ্গাস,দেশের অহংকার।
Leave a Reply