কলমের দায়
আসাদুজ্জামান খান মুকুল
আমি কথা বলি না চিৎকারে, বলি গভীর নীরবতায়।
চোখে যা ভেসে উঠে, তাই লিখে রাখি কলমে কিন্তু মিথ্যা নয়।
চাই না রক্ত, চাই শুধু বিমর্ষ মুখে এক চিলতে হাসি।
আমি নই কোন শাসকের সঙ্গী, আমি নিঃস্বের পাশে দাঁড়ানো ছায়া
যখন সোনালী ফসল দোলে উঠে মাঠে, তখন আমার কবিতা থেমে যায়।
দুগ্ধ শিশুর ঘুম হলে ঠিকঠাক আমি কাগজ স্পর্শ করিনা।
তবে নয় ইহা প্রতিবাদ, আমি শুধু মানুষের কথা বলি।
যার পায়ে ধুলো, তাকেই মনে হয় মহারাজ, আমার মানসপটে তার সিংহাসনে।
ধর্ম দিয়ে করিনা বিচার, আমি মানবতা দেখি।
হৃদয়ের আলোয় যদি পথ পাওয়া যায়, তাতেই শান্তি পাই।
ভালোবাসা ছাড়া আমার আর কিছুই শেখার ইচ্ছে নেই।
আমার দেশের মানে, সেই বৃদ্ধ মায়ের কষ্ট লুকানো মুখ।
মিছিলে নয়, আমি খুঁজি ঘামের সুবাস।
যতদিন মানুষ কাঁদে ততদিন কলম চালাই।
আমি শান্তির কথা বলি, কিন্তু ভিতরে আগুন জ্বলে।
নিজেকে বলি না বিপ্লবী তবু থেমেও থাকি না আবার।
Leave a Reply