কে বা দেখে
মোঃ রহমত আলী
নদীর ভাঙন দেখা যায়
সময়ে আবার রুখা যায়
মনের ভাঙন দেখে কে
ভেঙে গেলে আগলায় কে ?
পাহাড় থেকে ঝর্ণা নেমে
সাগর সুখের ঢেউয়ে দোলে
নদী শুকিয়ে মরু হলে
মাঝিমাল্লা ছাড়া মরে কে ?
আকাশ কালো মেঘলা হলে
বৃষ্টি হয়ে অঝোরে ঝরে
অন্তর যখন দুঃখে কাঁদে
দেখে বা কে ! মোছায় বা কে ?
Leave a Reply