চোখের মনি
নার্গিস আক্তার
খোকা আমার চোখের মনি
অনেক যত্নের গয়না
হীরা মুক্তা পান্না চুন্নি
আমার সোনার ময়না।
খোকার মুখে হাসি ফুটুক
এইটুকু পাওয়া
সকাল বিকাল বায়না ধরে
অনেক কিছু চাওয়া।
ঝরে গেল শত শত ফুল কলি
আগুনে পুড়ে প্রাণ
ছটফট করে নিভে গেলো
নিষ্পাপ শিশুর জান।
Leave a Reply