জুলাই বিপ্লব
মোঃ সৈয়দুল ইসলাম
শান্তি শৃঙ্খলা চেয়েছিলাম সকলে
প্রশাসনিক ইউনিট ছিলো তাঁর দখলে।
দুর্নীতি চাঁদাবাজে ভরে গেলো দেশটা
গুণে নয় কাজ সে দেখালো তাঁর বেশটা।
চোখ কান খোলা রেখে করেনি তাঁর কাজটা
ষোল কোটি মানুষকে দিয়ে দিলো বাঁশটা।
প্রতিবাদ প্রতিরোধে দিয়ে দেয় মামলা
পকেটে ছিলো তাঁর আছে যতো আমলা।
স্বৈরাচার সরকার দিয়ে তাঁর মন্ত্র
চেয়েছিলো গড়তে এক নায়ক তন্ত্র।
সরকার পতনের ডাক দেওয়া মাত্রই
রাস্তায় নেমে এলো দেশের সব ছাত্রই।
পালাবনা পালাবনা এই ছিলো বুলিটা
অবশেষে পালিয়েছে হাতে নিয়ে ঝুলিটা।
জুলাই বিপ্লবে ছেড়ে গেলো দেশটা
দেখে নিলো বিশ্ব শেখ হাসিনার শেষটা।
Leave a Reply