নক্ষত্রহীন আকাশ
বিপুল চন্দ্র রায়
আজ কালো চাদরে ঢাকা এ ধরা;
আলোর চিহ্ন নেই কোথাও।
কোথায় তারা? কোথায় সে রূপালী চাঁদ?
নক্ষত্রহীন আকাশ, শুধু শূন্যতা অগাধ।
এভাবেই কি ফুরায় সব জীবনের গল্প?
কেন বিধাতা? আজ বড়ই অসহায় আমি।
এই নক্ষত্রহীন আকাশের নিচে,
খুঁজে চলি হারিয়ে যাওয়া বুকের মানিক।
Leave a Reply