প্রেমের এপিট ওপিঠ
মজনু মিয়া
সব জিনিসের দুটো দিক মনে রাখা চাই
ভালো থাকলে খারাপ থাকবে দেখা পাই।
টাকা থাকলে ভালো সবার বিপরীত আছে
টাকার নেশায় অমানুষ মানুষ গিয়ে পাছে।
প্রেমের একটা ভালো দিক মন ভালো রয়
মন খারাপের জন্যও কিন্তু প্রেমই দায়ী হয়।
প্রেমে আটকে জীবন সাজায় সুখ শান্তি ভরা
প্রেমের জন্য জীবন ত্যাগে অকালে হয় মরা।
নদীর যেমন জোয়ার আসে ভরে দুইটা কূল
জল শুকালে ভাটা পড়ে চরে ফুটে ঘাসফুল।
জীবন মধুর যৌবন কালে বুক চিতিয়ে চলা
জীবন কষ্টের বৃদ্ধ কালে যায় না কিছু বলা।
Leave a Reply