ফিরে এসো তুমি
এম.আর.এ. আকিব
যদি দেখা হয় চিরচেনা পথে
আবার বিকেল বেলা,
চিনবে কি তুমি, বলবে কি কথা,
ভুলবে কি অবহেলা?
যদি আমি চাই, ফিরে এসো তুমি
আবার আগের মতো,
আসবে কি তুমি, মুছবে কি বলো
অভিমান আছে যত?
যদি সব ভুলে চলে এসো তুমি
আবার আমার কাছে,
তখন তোমাকে ভীষণ যত্নে
আগলে রাখব পাশে।
Leave a Reply