বলদা
মহসিন আলম মুহিন
দেখেছো কি বলদা কিছু দুনিয়ার মাঠে ঘাটে?
যে ডালে বসে থাকে-সেই ডালটাই কাটে।।
নিজেদের পায়ে নিজেরাই-মারে যে কুড়াল,
ভালো কথায় রাগ হয়, ভাবে যে জঞ্জাল।।
আপদ কালে, বিপদ কালে, দড়ি ছিঁড়ে আসে,
বিপদ আপদ কেটে গেলে-চোখ রাঙিয়ে হাসে।।
মারে লাথি জোড়া পায়ে-ভাবে খুবই চালাক,
চেত্তর হয়ে নিজেই পড়ে, সুখ থেকে ‘ফারাক।।
অন্যের কথায় আপন লোকদের- করে অপমান,
শেষে দেখে ঠকছে তারাই-হারিয়ে গেছে মান।।
বলদা মার্কা, ধুম ধারাক্কা, বেখাপ্পা করে কাম,
শেষে দেখে-গড়ল সবই-হয় যে বিধিবাম।।
Leave a Reply