বৃত্তবন্দি জীবন
নবী হোসেন নবীন
বৃত্ত যত বড়ই হোক
সে তার ব্যাসার্ধের কাছে ঋণী
বৃত্তের ব্যাসার্ধ চেনেন যিনি
বৃত্তের বৃত্তান্ত বোঝেন তিনি।
জীবনও বৃত্তের মত
দায়ীত্বের ব্যাসার্ধ দ্বারা বন্দি
দায়ীত্বের সাথে যে করেছে জীবনের সন্ধি
সে জানে জীবনের পরিসর কত বৃহত্তর।
দায়ীত্বের সীমানা ছেড়ে
যে জীবন চলে যায় দূরে
সে এক ভবঘুরে।
দায়ীত্বের ব্যাসার্ধ জানে যে জীবন
মহাশূন্যও তার কাছে বৃত্তের মতন।
Leave a Reply