সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

কবিতা- ভুল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

ভুল
রুমানা নাসরীন

জীবনের প্রথম ভুলটাই ছিলো আগাগোড়া ভুলে ভরা।
সেই যে পুতুল খেলতে খেলতে প্রথম স্বপ্ন দেখা!
দৈর্ঘ, প্রস্থ, উচ্চতাবিহীন স্বপ্নগুলো ডালপালা ছড়াতো ঠিকই কিন্তু
আজ অবধি সেগুলো পায়নি খুঁজে কোন আলোকরেখা!
“কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ”
শৈশবের প্রিয় খেলার প্রিয় বাণী কি করে জীবনে
ধ্রুব সত্য হয়ে গেল টেরই পেলাম না!
অপরের মন পড়ার বিদ্যেটা আজও অধরাই রয়ে গেল।
এই বেলায় আমি এখনও কানামাছি!
পাশের বাড়ির বড় আপুদের ঝলমলে পোশাক আর গাঢ় লিপস্টিকের গন্ধে কেমন লোভ হতো।
অনেকবার বায়না করতে গিয়েও থেমে গেছি,
সদ্য কৈশোর পেরুনো উচাটন মনও নিজেকে বুঝিয়েছে- বিলাসিতার কাছে কোর না মাথা নত।
বেঈমান মন ভালোবাসি ভালোবাসি বলে যখন ডানা ঝাঁপটাচ্ছিল,
যখন বিশ্বাসের ঝাঁপি উজাড় করে আশ্রয় খুঁজেছিল অন্য ভুবনে,
তখন ভুল করেও তাকে ভুলতে না চাওয়াটাই ছিলো সবথেকে বড় ভুল!
আজও অসহায় মন দিচ্ছে সে ভুলের মাশুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com