ভেবোনা তুমি একা
শিপাত শিকদার
তুমি ভেবোনা তুমি একা
সূর্য প্রতিদিন তোমার হিসাব রাখে।
রাতে চন্দ্র তোমার কর্ম দেখে।
এই হাওয়া তোমার ভেতর জানে
মাটি তোমার সাথে কথা বলে।
বৃক্ষাদি সময় মতো খাবার দেয়।
তোমার অঙ্গ-প্রত্যঙ্গগুলো তোমার হুকুম পালনে জাগ্রুক
তারা থাকে অপেক্ষায় কখন তুমি দেবে সৎ আদেশ।
তুমি ভেবো না তুমি একা,
তোমার রূপ তোমার নয়, এই শুধু আবরণ।
আসল তুমি কোথায় আছো শুধু তুমি জানো।
তাকে দেখলে আপন লক্ষাধিক তোমার দর্শন পাবে।
সেথায় তুমি ভাবনায় পড়ে যাবে। তুমি কে?
তোমার মাঝে এত রূপ দর্শনে ভয় পাবে।
তুমি তো তাদেরই ভূমিকা পাঠ করো প্রতিনিয়ত।
তবুও তুমি তাদের চেনো না। দেখার আশা করো না।
কি করে তুমি বুঝবে তুমি একা নও?
তোমার মাঝে সত্তাকে বের করো। তাকে বল পথ দিতে।
সেই পারে তোমায় তোমার জগতে নিয়ে যেতে।
যেখানে তুমি নিজের লক্ষাধিক দর্শন পাবে।
তুমি আদরনের মোহ ছেড়ে দাও। হতাশা আত্মঘাতী।
আমি তোমায় হতাশ হতে বলবো না। তুমি ডুব দাও।
চিন্তার সাগরে যার তলদেশ আধার নয় আলোকিত।
চারিপাশ তোমার সাথে কথা বলে। আবরণের সাথে নয়।
চন্দ্র সূর্য দিনরাত তোমায় দেখে আলাদা ভাবে।
তবে এক সত্তা আছে, যারে আবরণ দেখতে পায় না।
সাগরের তলদেশের আলোকিত ভুবনে গিয়ে দেখো।
তুমি একা নও। তুমি একা নও। তুমি একা নও।
Leave a Reply