যেও না সাথী
মহসিন আলম মুহিন
যেও না সাথী পিছু ফিরে চাও,
স্মৃতি গুলো কেঁদে মরে সাথে করে নাও।।
গোলাপ গুলো শুকনো লাগে ঘ্রাণ নেই তাতে,
মন ভরে না তুমি হীনা সুন্দর প্রভাতে।।
কৃষ্ণচূড়ার রাঙা শোভা ঝড়ে এলোমেলো,
হারিয়ে তোমায় ভর দুপুরে নেমেছে রাতের কালো।।
জীবন-যৌবন দুমড়ে মুচড়ে হয়ে গেছে ফানা ফানা,
তুমি নেই কিছু নেই চক্ষু থেকেও কানা।।
চাঁদ-তারা আকাশ বাতাস স্বর্গ মত্ত জুড়ে,
সবখানেতেই তুমি তুমি তুমি শুধু অন্তরে।।
যায় না বলা হয় না কেন বিরহের হালখাতা,
যেও না সাথী নতুন করে খোলো প্রেমের খাতা।।
Leave a Reply