সবুজ ঘেরা পাতা
নার্গিস আক্তার
আম পাকে জাম পাকে
সবুজ পাতার ফাঁকে ,
খুকু দাঁড়ায় গাছের তলায়
আমটা কে ডাকে।
আম জাম কাঁঠাল খেয়ে খুকু
রঙিন করে মুখ,
মিষ্টি মধুর রসের ঘ্রাণে
খুকু পায় সুখ।
দাদা ডাকে দাদী ডাকে
আয়রে খুকু আয়
চুপটি করে বসে থাকে
বাগান বাড়ির ছায়।
Leave a Reply