সাদা কালা
মোঃ ওবায়েদ উল্লাহ
তুমি দুঃখ নিও না গো প্রিয়া দুঃখ নিও না
তুমি কালো হয়েছো তো কি হয়েছে
আমিতো রয়েছি পাশে
ভালোবেসে দিয়েছি মোর মনখানা, প্রাণখানা
তুমি কষ্ট নিও না গো প্রিয়া, মনটা ভেঙ্গো না।।
কে বলবে বিধির রং কালো নাকি সাদা
তাঁহার গড়া এই দুনিয়ায় সবই গোলক ধাঁধা
ঐ কুরআনের ই বর্ণ কালো, কালো চোখের মধ্যমা।।
কে বলবে কালো নাকি সাদা খোদার প্রিয়
মনের সাদা ই চায় যে প্রভু রঙে কিছু নেই তো
ঐ খোদার ঘরের গিলাফ কালো, কালো বুকের যন্ত্রণা।।
সাদা সৃষ্টি যে খোদার, কালো ও তো তাই
তাই তো বলি কালো সাদার কোন তফাৎ নাই
ঐ অমাবস্যার রাত্রি কালো, কালো মাটির ঠিকানা।।
Leave a Reply