রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

কমলার সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৪১ বার পঠিত

ডেক্স রিপোর্ট।– সামনে যুক্তরাষ্ট্রের নির্বাচন। জো বাইডেন নির্বাচন থেকে সরে যাওয়ায় এখন মুখোমুখি যুক্ত রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা আসার পর থেকেই ট্রাম্প শিবিরে একের পর এক ধাক্কা আসছে।

এদিকে সর্বশেষ জরিপ বলছে, জনপ্রিয়তায় কমলা ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। তহবিল সংগ্রহেও কমলা এগিয়ে আছেন। সম্প্রতি কমলার বর্ণ পরিচয় নিয়ে আক্রমণ করে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।

এ পরিস্থিতিতে, ডোনাল্ড ট্রাম্প প্রথমে কমলার সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানালেও পরে তিনি সম্মতি দিয়েছেন। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ফক্স নিউজের সঙ্গে  ৪ সেপ্টেম্বর কমলার সঙ্গে বিতর্কে অংশ নিতে সম্মত হয়েছেন তিনি।

একই দিন, কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটি চেয়ারম্যান জেইম হ্যারিসন এ ঘোষণা দিয়েছেন।

সিএনএন জানায়, ই-মেইলে ভোট গ্রহণের ৩৬ ঘণ্টার মধ্যেই কমলা প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছেন। দলের জাতীয় সম্মেলনে কমলার প্রার্থিতা চূড়ান্ত হবে।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর কমলা হ্যারিস বলেন, ‘ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আগামী সপ্তাহে আমি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করব।’

যদিও ট্রাম্প বিতর্ক করতে রাজি হয়েছেন, তবে এ বিষয়ে কমলার তাৎক্ষণিক মতামত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি সম্মত হবেন।

গত ২১ জুলাই, জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং কমলাকে সমর্থন করেন। এর পর থেকেই কমলা প্রচারণা শুরু করেন। জুন মাসের শেষে সিএনএন আয়োজিত বিতর্কে ট্রাম্পের কাছে বাইডেন ধরাশায়ী হন। এরপর থেকেই দলের পক্ষ থেকে বাইডেনের সরে দাঁড়ানোর চাপ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com