রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

করোনা সংকট মোকাবেলায় ভারতের পাশে ডব্লিউএইচও

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৮৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট ।- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস ভারতের করোনা পরিস্থিতি মর্মান্তিক বলে মন্তব্য করেছেন। সোমবার সাংবাদিকদের ডব্লিউএইচও প্রধান বলেছেন, ভারতের রেকর্ড সংক্রমণ হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু। তিনি জানিয়েছেন, জরুরি সরঞ্জাম ও সহায়তা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। তিনি পাশাপাশি ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়েও সতর্ক করেছেন । বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, সঙ্কট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও। টেড্রোস বলেন, ‘জরুরি সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ডবিøউএইচও তার সবটুকু করছে।’ অন্যান্য সহায়তার পাশাপাশি হাজার হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  ডব্লিউএইচও জানায়, ইতোমধ্যে তারা ভারতে বিভিন্ন প্রোগ্রামের কর্মরত ২ হাজার ৬০০ জন বিশেষজ্ঞ পাঠিয়েছে। বর্তমানে ভারতীয় হাসপাতালগুলো করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোগীদের স্বজনরা হাসপাতালের বেড এবং অক্সিজেনের সহায়তা চেয়ে মর্মস্পর্শী পোস্ট দিচ্ছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে আরো এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজধানী দিল্লি।ভারতে এখনও পর্যন্ত ১ কোটি ৭৬ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনের। সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com