শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

কাঙ্খিত দাম না পাওয়ায় পীরগঞ্জের কচু চাষিরা হতাশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– এবার কচু আবাদ করে বিপদে পড়েছে  কৃষক! কচুর কাঙ্খিত দাম না পাওয়ায় চোখে অন্ধাকার দেখছেন কচুচাষি।

পীরগঞ্জ উপজেলার  কৃষকরা জানিয়েছেন, অন্যান্য বছর  কচু আবাদ করে ভালো দাম পেলেও এবার বাজার মন্দা। কচুর দাম পড়ে যাওয়ায়  কচু চাষিদের লোকসান গুনতে হবে এবার।

জানা গেছে, গত বছর স্থানীয় বাজারে প্রতি কেজি কচু বিক্রী হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা। এবছর প্রতিকেজি কচু বিক্রী  হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

এলাকা ঘুরে কচু চাষিদের সাথে কথা হলে  তারা জানান, ভালো নেই কৃষক। তারা বলেছেন, এ বছর আলু আবাদ করে ধরা খেয়েছেন, কচু আবাদ করে পথে বসার যোগাড়! ১৩ নং রামনাথপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কচু চাষি  মোঃ আব্দুল আলিম (৬৫) বজ্রকথাকে জানিয়েছেন, অন্যান্য বছর কচু আবাদ করে তারা বেশ মুনাফা করেছেন  অথচ এবার কচুতে লোকসান গুনতে হবে।  তিনি জানিয়েছেন, ২ বিঘা কচু উৎপাদনে তার খরচ হয়েছে এক লাখ টাকা। ফলন হবে ১০০মন। ব্যাপারী  সেই কচুর দাম  দিচ্ছে মাত্র ৫৬ হাজার টাকা।

অপর দিকে ৮নং রায়পুর ইউনিয়নের  ধুলগাড়ী গ্রামের কৃষক মোঃ রাশেদুল ইসলাম (৪০) ও শফিকুল ইসলাম (৪৬) যৌথভাবে কচু আবাদ করেছেন ৩ একর। তাদের কথায় ৩ একর কচু আবাদ করতে খরচ হয়েছে তাদের ২ লাখ টাকা। উৎপাদিত কচু বিক্রি করে আবাদের খরচ উঠলেও তাদের কোন মুনাফা থাকবে না। তারা জানিয়েছেন বর্তমানে বড় সাইজের কচু প্রতি মন বিক্রী হচ্ছে ৮শ থেকে  ১ হাজার টাকা। ছোট সাইজের কচু বিক্রি হচ্ছে প্রতি মন ৪শত টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com