গাছবন্ধু
-বিচিত্র কুমার
একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার সবুজপুর। গ্রামের চারদিক জুড়ে ছিলো ঘন সবুজ বন, ছোট ছোট টিলা আর টলটলে নদী। গ্রামের সবাই গাছ ভালোবাসত, তাই চারদিকে ছিলো আম, জাম, কাঁঠাল, পেয়ারা আর নানা রকম ফুলগাছ।
এই সবুজপুরেই থাকতো এক খুদে ছেলে, নাম আকাশ। তার ছিল এক অদ্ভুত বন্ধু — একটা বটগাছ! আকাশ তাকে ডাকত, “গাছবন্ধু”। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে গাছবন্ধুর নিচে বসে গল্প করত, আঁকিবুকি করত, এমনকি হোমওয়ার্কও করত!
একদিন হঠাৎ করেই সবুজপুরের আবহাওয়ায় অদ্ভুত এক পরিবর্তন দেখা গেল। দুপুরবেলা আগুনের মতো গরম, বিকেলেও বাতাসের ছোঁয়া নেই। গ্রামের পুকুর শুকিয়ে আসছে, পাখিরা তেষ্টায় ছটফট করছে।
আকাশ খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন সে তার গাছবন্ধুর ছায়ায় বসে বলল,
— “গাছবন্ধু, এত গরম কেন পড়ছে বলো তো?”
বটগাছ একটু দুলে উঠল, যেন দীর্ঘশ্বাস ফেলল। তারপর আস্তে আস্তে বলল,
— “এই গরম বেড়ে যাচ্ছে কারণ মানুষ প্রকৃতিকে অবহেলা করছে। তারা গাছ কাটছে, কলকারখানা থেকে ধোঁয়া ছাড়ছে, গাড়ি চালিয়ে বাতাসে দূষণ ছড়াচ্ছে। এসবের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। একে বলে গ্লোবাল ওয়ার্মিং।”
আকাশ বিস্মিত হয়ে বলল,
— “তাহলে কি গাছ থাকলে গরম কমবে?”
— “হ্যাঁ,” গাছবন্ধু বলল। “গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে, যেটা গ্লোবাল ওয়ার্মিং-এর মূল কারণ। গাছ ছায়া দেয়, ঠান্ডা করে চারপাশের পরিবেশ।”
সেইদিন থেকেই আকাশ সিদ্ধান্ত নেয় — সে আর বসে থাকবে না। পরদিন সকালে সে স্কুলে গিয়ে তার বন্ধুদের ডাকে, জানায় গাছবন্ধুর কথা। সবাই মিলে ঠিক করে তারা একটি বিশেষ দিন পালন করবে — “গাছবন্ধু দিবস”।
সেই দিন সবাই মিলে স্কুলের মাঠে গাছ লাগালো। আকাশ একটি প্ল্যাকার্ডে বড় করে লিখে আনল —
“গাছ লাগাও, পৃথিবী বাঁচাও”
শুধু গাছ লাগিয়েই থেমে যায়নি তারা। প্রতিদিন গাছগুলোয় পানি দেওয়া, নিয়ম করে আগাছা পরিষ্কার করা — সব দায়িত্ব ভাগ করে নিয়েছিল তারা। গ্রামের মানুষও এই উদ্যোগে যোগ দিলো। কেউ পুকুরের ধারে গাছ লাগালো, কেউ বাড়ির পাশে ফুলগাছ।
দিন যায়, মাস যায়। ধীরে ধীরে সবুজপুরে আবার ঠান্ডা বাতাস বইতে শুরু করে। পুকুরে পানি ফিরলো, পাখিরা গাইতে শুরু করলো তাদের পুরনো গান। গরম অনেকটা কমে গেলো।
একদিন আকাশ আবার তার গাছবন্ধুর নিচে বসে বলল,
— “দেখেছো গাছবন্ধু? আমরা পেরেছি! আবার ফিরে এসেছে সবুজপুরের শান্ত বাতাস।”
বটগাছ দুলে উঠল আনন্দে, যেন বলল,
— “তোমরা ছোট হলেও কাজটা ছিল খুব বড়। গাছই পারে পৃথিবীকে রক্ষা করতে, আর তোমরা হয়েছো তার সত্যিকারের বন্ধু।
Leave a Reply