ফলোআপঃডিজিটাল গ্রুপের মালিক সেলিম গ্রেফতার
গা ঢাকা দিয়েছে সগরেদরা
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-পীরগঞ্জের হায় হায় কোম্পানী ডিজিটাল গ্রুপ এর মালিক সেলিম জাপানী গ্রেফতারের পর, গা ঢাকা দিয়েছে তার সাগরেদরা।
এদিকে সেলিম এর মত ধান্দাবাজকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।সেলিম জাপানী গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে স্থানীয় হোটেল, চা-এর দোকানে নানা রকম আলোচনাও শুরু হয়েছে।
উল্লখ্য লালমনিরহাট সদর থানার বালাপাড়া গ্রামের আমির আলী ভুঁইয়ার ছেলে সুমন ওরফে সেলিম পীরগঞ্জ পৌর সদরের প্রজাপাড়া এলাকায় “ডিজিটাল গ্রুপ” নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। তিনি প্রতিষ্ঠানটির মাধ্যমে ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন জেলার মানুষকে ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।তার ওই প্রতারণার সাথে স্থানীয় কিছু লোভী মানুষও জড়িত ছিলেন।
শুধু তাই নয় সেলিম জাপানী পীরগঞ্জে অফিস খোলার পর, কয়েকজন সংবাদকর্মীকে পাশে নিয়েছিলেন। ওই সব সংবাদকর্মী সে সময় নিজেদের অবস্থান পরিস্কার করতে ডিজিটাল গ্রুপ এর পার্টনার হিসেবে পরিচয় দিতেন। এছাড়াও একটি মাস্তানগ্রুপ লালন করতেন সেলিম জাপানী।
অপরদিকে গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে প্রতিষ্ঠানটির পরিচালক সেলিম গা ঢাকা দেন।
একপর্যায়ে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী এলাকার চেতনারপাড়া গ্রামের নুর মোহাম্মদ (২৩) সহ ১৭ জন প্রতারিত ব্যক্তি তাদের প্রায় সাড়ে ৪৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপন করে ১৭ সেপ্টেম্বর/২৫ তারিখে থানায় মামলা করেন। মামলা নং-১৮।
এর পর পুলিশ প্রযুক্তির সহায়তায় ২২ সেপ্টেম্বর সোমবার ঢাকার উত্তরা থেকে সেলিমকে গ্রেফতার করেন।
তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পীরগঞ্জের বেশ কয়েকজন লোক পালিয়ে গেছে বলে জানা গেছে।
ওসি শফিক বলেছেন, এই ঘটনায় আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা খতিয়ে দেখছি। আমরা কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখেছি। তারা এলাকায় নেই। তিনি আরও বলেন, সম্মানিত নাগরিকদের বলবো বিদেশে গমনসহ যে কোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। প্রতারকরা যতই শক্তিশালী হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply