শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

গোবিন্দগঞ্জে ভিজিডির ২২ বস্তা চাল আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের সরকারী ভিজিডি’র চাল কালো বাজারে পাচারকালে ২২ বস্তা চাল আটক করেছে এলাকাবাসী। গত ৩০ ডিসেম্বর শালমারা ইউনিয়নে ভিজিডি’র চাল সারা দিন ব্যাপি বিতরন করা হয়। কিন্তু ঐ ইউনিয়নের কিছু অসাধু চাল ব্যবসায়ী ডিলারদের সাথে আতাত করে কম মুল্যেচাল ক্রয় করে দির্ঘদিন যাব অন্যত্র পাচার করে চরাদামে বিক্রি করে আসছিল। তারি পরিক্রমায় গত ৩০ ডিসেম্বর এলাকাবাসী চাল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি ভ্যান থেকে ২২ বস্তা চাল আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের হয়েছে ।অভিযোগ সুত্রে জানাযায় মিরাপাড়া গ্রামের মৃত্যু ছিফায়েতের ছেলে আবু সুফিয়ান,জেল্লার রহমান (রাজু) পিতা মৃত্যু নুরু ফকির, জুয়েল মিয়া পিতা মৃত্যু মোখছার রহমান উভয় গ্রাম শালমারা উক্ত ব্যাক্তিদ্বয় চাল কলোবাজারে বিক্রির  করে আসছিল। দীর্ঘদিন যাবত এই সংঘবদ্ধ চক্রটি সরকারী ভিজিডি, ভিজিএফ,ফেয়ার প্রাইজ এর চাল অসৎ উদ্দেশ্যে কালো বাজারে বিক্রি করে গরীব অসহায় মানুষের নেয্য পাওনা থেকে বঞ্জিত করছে। তথ্যসুত্রে জানাযায় উপজেলার বিভিন্ন স্থানের সরকারী চাল ক্রয় করে মজুত করে তারা এবং সুযোগ বুজে সোনাতলায় বিভিন্ন চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এ বিষয়ে ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক কমরেট রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারী চাল কলোবাজারীদের অভিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান নইলে কর্মসুচি দেওয়া হবে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে সাংবাদিকদের জানান আমরা থানায় অভিযোগ দিয়েছি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com