সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে পুলিশ সদস্যের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে হৃদ রোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

রবিবার ভোর ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে রওনা করেন মিজানুর রহমান। উপজেলার ডুগডুগি বাজার পৌছালে সেখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় থানা পুলিশের জরুরি মোবাইল পার্টি খবর পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগে ভর্তি করেন। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাঁর তিনটি ব্লক ধরা পড়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। এক বছর পর   চাকুরি থেকে মিজানুর রহমানের অবসরে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য  মিজানুর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাষ্টারপাড়া এলাকায়। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে এলাকায় তাঁর পরিচিতি ছিল। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক পুলিশ সদস্য মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com